Homeঅনুবাদঅতিথি সম্পাদকের কথা

অতিথি সম্পাদকের কথা

ভাষা কেবল ব্যক্তিমানুষের ভাব প্রকাশেরই মাধ্যম নয়, জাতির আত¥পরিচয় ও আত¥মর্যাদা অর্জনেরও উপায়। আমাদের বায়ান্নর ভাষা আন্দোলন সে কথার সাড়্গ্য দেয়। সে আন্দোলনই ছিল বাঙালির শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও অর্থনৈতিক মুক্তির লড়াইয়ের সূতিকাগার। আমাদের অমর একুশে বইমেলাও সে চেতনারই ধারাবাহী। মহান একুশের চেতনা সমুজ্জ্বল থাকুক, বাঙালি তার স্বতন্ত্র জাতীয়তাবোধ নিয়েই বৈশ্বিক অঙ্গনে মাথা উঁচু করে বাঁচবে এই আমাদের আšত্মরিক প্রত্যাশা।

Author

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular