Homeকলামলেখালেখির ২০ বছর পর প্রকাশ হয় প্রথম বই

লেখালেখির ২০ বছর পর প্রকাশ হয় প্রথম বই

হাসনাত আবদুল হাই

প্রথম বই প্রকাশের পর খুবই আনন্দিত হয়েছিলাম! বইটা অনেকদিন হাতের মধ্যে থাকত, মাথার কাছে থাকত। ১৯৫৬ সালে লেখা শুরম্ন করেছিলাম ছোটগল্প। বইটা বের হল ২০ বছর পর। আমরা তখন আশা করতাম না সঙ্গে সঙ্গে বই বের হবে। তখন তো খুব বেশি বই বের হতো না।
আমার প্রথম বই প্রকাশিত হয় ১৯৭৬ সালে। নাম ‘একা এবং একসঙ্গে’। এটি ছিল গল্প সংকলন। তখন প্রকাশকরা গল্প, উপন্যাস বের করতে উৎসাহী ছিল না। কেবল যাঁরা প্রবীণ ও প্রতিষ্ঠিত, তাঁদেরই বই বের হতো। যেমন শওকত ওসমান, সৈয়দ ওয়ালীউলস্নাহ, আবুল কালাম শামসুদ্দীনÑ এ ধরনের পাকি¯ত্মান আমলেরÑ যাঁরা চলিস্নশ-পঞ্চাশের দশকে লিখতেন, তাঁদের বই প্রকাশে উৎসাহী ছিলেন প্রকাশকরা। আমরা যারা পঞ্চাশের দশকে কিংবা ষাটের দশকে লেখা শুরম্ন করলাম আমাদের বইটই ছাপতে তারা আগ্রহী ছিলেন না। কিছু ব্যতিক্রম অবশ্য ছিল। হাসান আজিজুল হকের বই তারা ছাপত। যে করেই হোক তাঁর নাম হয়েছিল। শওকত আলীরও নাম হয়েছিল। যদিও শওকত আলীর একটা বই ছাড়া পাকি¯ত্মান আমলে আর বই বের হয়নি।
‘একা এবং একসঙ্গে’ বেরিয়েছিল চট্টগ্রাম থেকে। সেই সময় নামকরা প্রকাশক ছিলেন রম্নহুল আলম নিজামি। তিনিই বইটির প্রকাশক ছিলেন; বলা চলে জাঁদরেল প্রকাশক। তাঁর বেশ পত্র-পত্রিকাও ছিল।
‘একা এবং একসঙ্গে’ গল্প সংকলনে গল্প ছিল দশটা। বইটির নামকরণে কিছুটা প্রভাবান্বিত হয়েছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘একা এবং কয়েকজন’ থেকে। তিনি এ নামে উপন্যাস লিখেছিলেন। আমি সেই নাম অনুসরণ করেছিলাম।
বইয়ের গল্পগুলোর অর্ধেক ছিল রোমান্টিক। প্রেম-ভালোবাসা-দাম্পত্য। অর্ধেক ছিল গ্রামজীবনের পটভূমি। বা¯ত্মবধর্মী। বই বের হওয়ার পর শামসুজ্জামান খান ও রাহাত খান রিভিউ লিখেছিলেন। তাঁরা প্রশংসা করেছিলেন। আবু রম্নশদÑ যিনি প্রবীণ ছিলেন, তিনিও প্রশংসা করেছিলেন।
এই বইটির উলেস্নখযোগ্য স্মৃতি হলো, একটা প্রকাশনা উৎসব হয়েছিল, যেখানে আবু রম্নশদ আলোচনা করেছিলেন। এটা আমার জন্য বড় প্রাপ্তি ছিল। তাঁর মতো সিনিয়র লেখক বইটি নিয়ে আলোচনা করছেনÑ এই স্মৃতিটুকু মনে পড়ে। বইটির প্রচ্ছদ করেছিলেন চট্টগ্রামের একজন শিল্পী, নাম এনায়েত হোসেন। এই প্রচ্ছদ দেখে শামসুর রাহমান বলেছিলেন, আরে, এটা তো আমার কবিতার বইয়ের একটা প্রচ্ছদের মতো হয়ে গেছে। আমি বললাম, হতে পারে, কিন্তু আমি তো আর প্রচ্ছদ আঁকিনি।

Author

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular